Back
RUET ’89 Family Picnic & AGM 2026
Location:
ছুটি অরণবাস রিসোর্ট, পুবাইল, গাজীপুর
, 1/16/2026 11:00:00 AM
📢 বিজ্ঞপ্তি রুয়েট ’৮৯ ওয়েলফেয়ার এসোসিয়েশন–এর সকল সম্মানিত সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting – AGM) নিম্নলিখিত স্থান, তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। 🏛️ সভার বিবরণ সভাস্থল: ছুটি অরণবাস রিসোর্ট, পুবাইল, গাজীপুর তারিখ ও সময়: ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১১:৩০ ঘটিকা 📝 আলোচ্য সূচি: ১. রুয়েট ’৮৯ ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠনের প্রেক্ষাপট উপস্থাপন ২. এসোসিয়েশন গঠনের পর থেকে অদ্যাবধি পর্যন্ত কার্যবিবরণী উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণ ৩. এসোসিয়েশন গঠনের পর থেকে অদ্যাবধি পর্যন্ত নিরীক্ষিত হিসাব উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণ ৪. রুয়েট ’৮৯ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ৫. বিবিধ 🗓 পিকনিকের সময়সূচি: তারিখ: ১৬ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) 🚌 যাত্রা শুরু: সকাল ৭:০০ টা 📍 পিকনিক স্পটে পৌঁছানো: সকাল ৮:৪৫ – ৯:০০ টা 🍽️ নাস্তা: সকাল ৯:০০ – ৯:৩০ টা ⚽ খেলাধুলা অনুষ্ঠান: সকাল ১০:০০ – ১১:৩০ টা 🏛️ বার্ষিক সাধারণ সভা (AGM): সকাল ১১:৩০ – দুপুর ১২:৩০ টা 🕌 জুমার নামাজ: দুপুর ১:০০ – ২:০০ টা 🍛 দুপুরের খাবার: দুপুর ২:০০ – ৩:০০ টা 🎲 হাউজি খেলা: বিকাল ৩:১৫ – ৪:১৫ টা 🎁 নাস্তা ও র্যাফেল ড্র: বিকাল ৪:৩০ – ৫:৩০ টা 🏆 পুরস্কার বিতরণী: বিকাল ৫:৩০ – ৬:০০ টা ⏰ সমাপনী: সন্ধ্যা ৬:১৫ টা 📌 বিশেষ অনুরোধ উক্ত প্রথম বার্ষিক সাধারণ সভায় রুয়েট ’৮৯ ওয়েলফেয়ার এসোসিয়েশন–এর সকল সম্মানিত সদস্যবৃন্দের উপস্থিতি একান্তভাবে কাম্য। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। 🙏 ধন্যবাদান্তে সেক্রেটারি রুয়েট ’৮৯ ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদের পক্ষে