Back
রুয়েট’৮৯ ওয়েলফেয়ার এসোসিয়েশন”-এর নির্বাহী কমিটির বিশেষ সভার কার্যবিবরণী
Location:
ZOOM Meeting
, 1/20/2025 10:01:00 PM
গত ২০/০১/২০২৫ তারিখ রাত ১০:০০ ঘটিকায় জুম প্লাটফর্মে “রুয়েট’৮৯ ওয়েলফেয়ার এসোসিয়েশন”-এর নির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশন-এর সভাপতি জনাব মিজানুর রহমান ভুঁইয়া উক্ত সভায় চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। সভায় নির্বাহী কমিটির নিম্নলিখিত সদস্যগণ উপস্থিত ছিলেন:- ১. জনাব হাবিবুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক; ২. জনাব মোঃ মাহবুবুল আলম, কোষাধ্যক্ষ; ৩. মোঃ আবু জাফর, নির্বাহী সদস্য; ৪. মোঃ মোজাহারুল ইসলাম (আসলাম), নির্বাহী সদস্য; ৫. দেওয়ান শামসুল কবির (রানা), নির্বাহী সদস্য। সভায় এসোসিয়েশন-এর সভাপতির আহবানে আরো উপস্থিত ছিলেন:- ৬. জনাব আওলাদ হোসেন বাচ্চু; ৭. জনাব আহসানুল ইসলাম সরকার মুন্না; ৮. মীর মহাম্মদ জীন্নাত আলী। সভার শুরুতে এসোসিয়েশন-এর সভাপতি জনাব মিজানুর রহমান ভুঁইয়া এসোসিয়েসনের নির্বাহী কমিটির সভায় নির্বাহী কমিটির সদস্য ও আমন্ত্রিত সদস্যদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সভার শুরুতে এসোসিয়েসনের সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান শাহিন এসোসিয়েসন গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং বর্তমানে একজন সদস্য কর্তৃক হোয়াটসঅ্যাপ গ্রুপে সৃষ্ট অস্থিরতা বিষয়ে করনীয় সর্ম্পকে সকলের মতামত তুলে ধরার অনুরোধ করেন। RUET’89 শুধু মাত্রই বন্ধুত্বের প্লাটফর্ম। বন্ধু হয়ে বন্ধুর প্রতি থাকবে আমাদের অটুট ভালোবাসা, সম্মান ও সৌহার্দপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বের প্লাটফর্মকে আরো সুদৃঢ়, প্রানবন্ত ও সৌহার্দপূর্ণ করে গড়ে তোলার স্বার্থে সভায় আলোচনা ও সকলের মতামতের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্ত/সুপারিশসমূহ গৃহীত হয় যা কঠোরভাবে পালনের জন্য সকল সদস্যকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে:- ১। কারো সম্মানহানি করে বা হেয় প্রতিপন্ন করে অথবা মনে আঘাত লাগে বা বন্ধুত্বের সম্পর্কের অবনতি ঘটে এই ধরণের কোনো পোস্ট/কমেন্টস হোয়াটসঅ্যাপ/ মেসেন্জার/ ফেসবুক গ্রুপে দেয়া যাবে না। ২। দৃষ্টি-কটু কিংবা অশ্লীল ভাষা ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। ৩। রাজনীতি বাংলাদেশের প্রতিটা স্তরকে কলুষিত এবং পুরা জাতিকে বহুধাভাগে বিভক্ত করে ফেলেছে। তাই আমাদের বন্ধুদের এই প্লাটফর্মকে বিভক্তি এবং কলুষিত মুক্ত রাখতে সব ধরণের রাজনৈতিক পোস্ট/ কমেন্টস/ আলোচনা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হলো। ৪। আমরা প্রত্যেকে যার যার ধর্মে বিশ্বাসী। যার যার ধর্ম তার তার কাছে। তাই কোনো ধর্মীয় অনুভূতিকে আঘাত হানে বা অসম্মান করে এই ধরণের কোনো ধর্মীয় পোস্ট/ কমেন্টস সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। ৫। আমাদের গ্রুপের পোস্ট, কমেন্টস, আলোচনা, কথা-বার্তা অনেক সময় আমাদের ফ্যামিলি মেম্বারদের চোখে পড়ে বা অনেক সময় তারা আমাদের বিভিন্ন ধরণের ফানকে এনজয়ও করে। তাই যে কোনো পোস্ট /কমেন্টস এর ভাষা প্রয়োগে অবশ্যই শালিনতা বজায় রাখতে হবে। ৬। কেউ যদি উপরোক্ত ১-৫ নং সিদ্ধান্তের কোন ব্যাতয় ঘটায় তাহলে তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হবে। এরপরেও কেউ যদি পুনরায় ব্যাতয় ঘটায় তাহলে তাকে গ্রুপ থেকে অব্যাহতি দেয়া হবে। এই নিয়মাবলী আমাদের RUET’89 এর হোয়াটসআপ, ম্যাসেন্জার ও ফেইসবুকসহ সকল গ্রুপের জন্য প্রযোজ্য। ৭। শুধুমাত্র নির্বাহী কমিটি (EC) এর সদস্যরা সকল গ্রুপের এডমিন এর দায়িত্ব পালন করবে। ৮। আক্রমাণাত্মক, অশালীন মন্তব্য ও গ্রুপের স্পিরিটের সাথে যায় না এমন সব পোস্ট ও কমেন্টস এর জন্য খোন্দকার আলম রিপনকে (৮৯২১৯, মেকানিক্যাল) RUET’89 এর সকল গ্রুপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং অশ্লীল ভাষা ও রাজনৈতিক পোস্ট গুলো গ্রুপ থেকে ডিলিট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৯। অতি দ্রুত নতুন নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আর কোন আলোচ্যসূচী না থাকায় চেয়ারপার্সন সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। হাবিবুর রহমান শাহিন মিজানুর রহমান ভুঁইয়া সাধারণ সম্পাদক সভাপতি