Back
RUET'89 WELFARE ASSOCIATION 'IFTER MAHFIL'
Location:
Golden Spoon Restaurant, Uttara
, 4/15/2022 5:01:00 PM
বন্ধুরা, আগামী ১৫ এপ্রিল, ২০২২ তারিখ বিকাল ৫টায় ”গোল্ডেন স্পুন” রেস্টুরেন্টে (বাসা- ২, রোড -৬, সেক্টর -১, উত্তরা) RUET’89 Welfare Association এর উদ্যেগে “ইফতার ও রাতের খাবার অনুষ্ঠান ২০২২” আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে রুয়েট’৮৯ এর সকল বন্ধুদেরকে সপরিবারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনুষ্ঠানের সার-সংক্ষেপ নিম্নে উল্লেখ করা হলো: ১) স্থান: ”গোল্ডেন স্পুন” রেস্টুরেন্ট, বাসা- ২, রোড -৬, সেক্টর -১, উত্তরা, ঢাকা। ২) অনুষ্ঠানের সময়: ১৫/০৪/২০২২ তারিখ বিকাল ৫টা হতে রাত ৯টা। ৩) রেজিস্ট্রেশেনের শেষ তারিখ: ১২/০৪/২০২২ ৪) রেজিস্ট্রেশন ফি: ক) সদস্য: জন প্রতি ১০০০/-; খ) পরিবারের অনান্য সদস্য: জন প্রতি ৮০০/-; গ) ড্রাইভার: জন প্রতি ৩০০/-। ৫) যোগাযোগ ও পেমেন্ট: দেওয়ান কবীর (রানা): 01912130589 (BKash/ Nagad)। বিকাশ/নগদে টাকা পাঠানোর পর শেষ ৩ ডিজিট সহ নাম ও অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখ করে দেওয়ান কবীর (রানা)-কে এবং WhatsApp গ্রুপে মেসেজ দিয়ে মেসেজ দিয়ে রেজিস্টেশন কনফার্ম করার জন্য অনুরোধ করা হলো।